গরম থেকে বাঁচতে পোশাকে বাড়তি নজর দিন
প্রকৃতির পালা
বদলের সাথে সাথে পরিবর্তন আসে আমাদের জীবনাচরণে। পরিবর্তনের এ তালিকায় পোশাকের আরামের কথা মাথায় রাখা জরুরি। বৃষ্টিতে মাঝে কিছু দিন গরম কমলেও এখন আবার বেড়ে গিয়েছে । তাই রোদ
বৃষ্টির সাথে তাল মিলিয়ে সবাইকে চলতে হচ্ছে। তাই আবহাওয়ার সঙ্গে তাল-মিলিয়ে পোশাক না পরলে
অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হতে পারে । এই কারণে আমাদের ঋতুভিত্তিক পোশাকের সাথে অভ্যস্ত হতে
হবে। ফ্যাশনের সঙ্গে সঙ্গে
যেন আরামটাও পুরোপুরি পাওয়া যায়, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি । গরমের আরামে কি ধরনের
পোশাক পরবেন আসুন জেনে নিই-
«
গরমে
কালো কাপড় এড়িয়ে চলা উচিত এটা আমরা সবাই জানি , কারণ কালো রঙের পোশাকে তাপ শোষণ ক্ষমতা বেশি।
«
গরমে
আমাদের অনেকেরই চুলকানি, ঘামাচি, অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় তাই এ সময়টা সুতি কাপড়ই পরা উচিত।
«
সূর্যের
প্রচন্ড তাপ থেকে আপনি সাদাতেই মুক্তি পেতে
পারেন। তাপমাত্রার শোষণের পাশাপাশি সাদা বিবেচিত হয়ে আসছে পবিত্রতা,
সাধারণ আর আরামের পোশাকের রঙ হিসেবে।
«
অনেক বেশি কাপড় দিয়ে তৈরি জামাকাপড় গরমে ত্যাগ
করতে
হবে । এতে আপনার চলাফেরায়
সমস্যা হতে পারে। ।
«
গরমকাল
বলে আমাদের বাইরে ছোটাছুটি কিন্তু থেমে নেই। কাজকর্ম করতে হচ্ছে , তাই এই গরমে সুতির সালোয়ার-কামিজ এবং ফতুয়া
ও গ্যাবাডিন, টি-শার্ট
ব্যবহার করতে
পারেন।
«
ছেলেরা
যেহেতু দিনের বেশিরভাগ সময় বাইরে কাটায় তাই আরামদায়ক ফ্রেবিকের কথা মাথায় রাখা
উচিত, এতে শরীরে প্রশান্তি মিলবে।
«
যাদের
স্বাস্থ্য ভারী বন্ধু মহলে মোটা নামেই
বেশি পরিচিত , তারা সুতি
কাপড়ের তৈরি পোশাক ব্যবহার করতে
পারেন।
«
সুতি
কাপড়ের পাশাপাশি লিনেন ,
দুপিয়ান , ভয়েল , মসলিন , চিকন ও তাঁতের কাপড় গরমের জন্য বেশ উপযোগী।
«
এই
গরমে অনেকে চুলের যত্নে মাথায় স্কার্ফ ব্যবহার করে থাকেন। স্কার্ফ আপনার মাথার চুল নষ্ট হওয়া থেকে মুক্তি দেবে।
«
যারা
চাকরী করেন এই গরমে তাদের জন্য পোশাক
হতে হবে এমন যাতে আপনিও স্বাচ্ছন্দে থাকেন আর পাশের লোকেরাও ভালো থাকে । এজন্য হাফহাতা সুতির শার্ট অথবা ফতুয়ার সাথে স্ট্রেইট কাটের জিন্স বেশ আরামদায়ক হতে
পারে৷
«
এক্সক্লুসিভ
বা বেশি দামের শার্ট ব্যবহারের দরকার নেই এখন , এগুলো এখন মোটেও স্বস্তি দেবে না । প্যান্টের বেলায় গাঢ় ধূসর,
হালকা ধূসর, অফহোয়াইট, বাদামি বা বিস্কিট রং এগুলো পরতে পারে।
«
হালকা রঙের পোশাক বেশি নির্বাচন করবেন
, হালকা নীল, সাদা, গোলাপি, লেবু
রং, হালকা বেগুনি, আকাশি এসব রঙের পোশাকই গরমে আরামদায়ক।
«
নবজাতক
থেকে ছয় মাস বয়সী শিশুদের পোশাকে সবার আগে আরামের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সুতি কাপড়ের কোনো
বিকল্প নেই।
«
গরমে
আরামদায়ক পোশাক হল টি-শার্ট। ছেলেদের পাশাপাশি মেয়েরাও তাদের পছন্দের পোশাকের
তালিকাতে টি-শার্ট রাখে কারণ গরমে টি-শার্ট-এর বিকল্প নেই।
«
গরমে পোশাকের তালিকাতে মেয়েরা কুর্তিকে প্রাধান্য দিয়ে থাকে। কুর্তি ভয়েল, সুতি যেকোন কাপড়েরই হতে পারে।
একদিকে গরম অন্যদিকে ফ্যাশন এই অবস্থায় ছেলে মেয়ে উভয়ই অনুসরন করতে পারেন
উপরের পরামর্শ , অভ্যস্ত
করে নিন নিজেকে ঋতুভিত্তিক পোশাকের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
0 Comments
Post a Comment