গরম থেকে বাঁচতে পোশাকে বাড়তি নজর দিন
প্রকৃতির পালা বদলের সাথে সাথে  পরিবর্তন আসে আমাদের জীবনাচরণে।  পরিবর্তনের এ তালিকায় পোশাকের আরামের কথা মাথায় রাখা জরুরি।  বৃষ্টিতে মাঝে কিছু দিন গরম কমলেও এখন আবার বেড়ে গিয়েছে । তাই রোদ বৃষ্টির সাথে তাল মিলিয়ে সবাইকে চলতে হচ্ছে। তাই আবহাওয়ার সঙ্গে তাল-মিলিয়ে পোশাক না পরলে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হতে পারে এই কারণে আমাদের ঋতুভিত্তিক পোশাকের সাথে অভ্যস্ত হতে হবে। ফ্যাশনের সঙ্গে সঙ্গে যেন আরামটাও পুরোপুরি পাওয়া যায়, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি গরমের আরামে কি ধরনের পোশাক পরবেন আসুন জেনে নিই-


«  গরমে কালো কাপড় এড়িয়ে চলা উচিত এটা আমরা  সবাই জানি , কারণ কালো রঙের পোশাকে তাপ শোষণ ক্ষমতা বেশি।
«  গরমে আমাদের অনেকেরই চুলকানি, ঘামাচি, অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় তাই এ সময়টা সুতি কাপড়ই পরা উচিত।
«  সূর্যের প্রচন্ড তাপ থেকে আপনি সাদাতেই মুক্তি পেতে পারেন।  তাপমাত্রার শোষণের পাশাপাশি সাদা বিবেচিত হয়ে আসছে পবিত্রতা, সাধারণ আর আরামের পোশাকের রঙ  হিসেবে।
«   অনেক বেশি কাপড় দিয়ে তৈরি জামাকাপড় গরমে ত্যাগ করতে হবে । এতে আপনার চলাফেরায় সমস্যা হতে পারে।
«  গরমকাল বলে আমাদের বাইরে ছোটাছুটি কিন্তু থেমে নেই। কাজকর্ম করতে হচ্ছে , তাই এই গরমে সুতির সালোয়ার-কামিজ এবং ফতুয়া ও গ্যাবাডিন,  টি-শার্ট ব্যবহার করতে পারেন।
«  ছেলেরা যেহেতু দিনের বেশিরভাগ সময় বাইরে কাটায় তাই আরামদায়ক ফ্রেবিকের কথা মাথায় রাখা উচিত, এতে শরীরে প্রশান্তি মিলবে।
«  যাদের স্বাস্থ্য ভারী  বন্ধু মহলে মোটা নামেই বেশি পরিচিত , তারা সুতি কাপড়ের তৈরি পোশাক ব্যবহার করতে পারেন।
«  সুতি কাপড়ের পাশাপাশি লিনেন , দুপিয়ান , ভয়েল , মসলিন , চিকন ও তাঁতের কাপড় গরমের জন্য বেশ উপযোগী।
«  এই গরমে অনেকে চুলের যত্নে  মাথায় স্কার্ফ ব্যবহার করে থাকেন। স্কার্ফ আপনার মাথার চুল নষ্ট হওয়া থেকে মুক্তি দেবে
«  যারা চাকরী করেন এই গরমে তাদের জন্য পোশাক হতে হবে এমন যাতে আপনিও স্বাচ্ছন্দে থাকেন আর পাশের লোকেরাও ভালো থাকে এজন্য হাফহাতা সুতি শার্ট অথবা ফতুয়ার সাথে স্ট্রেইট কাটের জিন্স বেশ আরামদায়ক হতে পারে৷ 
«  এক্সক্লুসিভ বা বেশি দামের শার্ট ব্যবহারের দরকার নেই এখন , এগুলো এখন মোটেও স্বস্তি দেবে না । প্যান্টের বেলায় গাঢ় ধূসর, হালকা ধূসর, অফহোয়াইট, বাদামি বা বিস্কিট রং এগুলো পরতে পারে। 
«   হালকা রঙের পোশাক বেশি নির্বাচন করবেন ,   হালকা নীল, সাদা, গোলাপি, লেবু রং, হালকা বেগুনি, আকাশি এসব রঙের পোশাকই গরমে আরামদায়ক।
«  নবজাতক থেকে ছয় মাস বয়সী শিশুদের পোশাকে সবার আগে আরামের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই।
«  গরমে  আরামদায়ক পোশাক হল টি-শার্ট।  ছেলেদের পাশাপাশি মেয়েরাও তাদের পছন্দের পোশাকের তালিকাতে টি-শার্ট রাখে কারণ গরমে টি-শার্ট-এর বিকল্প নেই।
«  গরমে  পোশাকের তালিকাতে  মেয়েরা কুর্তিকে প্রাধান্য দিয়ে থাকে।  কুর্তি ভয়েল, সুতি যেকোন কাপড়েরই হতে পারে।
একদিকে গরম অন্যদিকে ফ্যাশন এই অবস্থায় ছেলে মেয়ে উভয়ই অনুসরন করতে পারেন উপরের পরামর্শ  , অভ্যস্ত করে নিন নিজেকে  ঋতুভিত্তিক পোশাকের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।