চাঁদের আলোয় শরীর ভেজানো কিংবা বৃষ্টিতে মনের সুখে নেচে উঠতে চাওয়া মানব মনের এক অনন্য অনুভূতির নাম। সে অনুভুতিতে নাড়া দিয়ে কাউকে পাগল বলে সম্বোধন করা নিশ্চয় যাই না। তবু নানা অযুহাতে ধর্মের দোহাই দিয়ে একটা নির্দিষ্ট শতাংশ নারী সমাজের ওপর নির্যাতন করে পুরুষ শাসিত সমাজ। সেসব কাহিনী নিয়েই তৈরী হয় চিত্রনাট্য। আর তারই এ…
বিস্তারিত»