তথ্য প্রযুক্তির এই যুগে আপনি কতটা এগিয়ে! ভেবেছেন কখোনো! আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আধুনিকতার শীর্ষে আরোহন করতে পেরেছেন নিজেকে! প্রযুক্তির এই যুগে সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কোন না কোন ভাবেই আমরা প্রযুক্তির সংস্পর্শে যাচ্ছি । তবে তার সঠিক ব্যবহার সম্পর্কে আমরা অধিকাংশই অবগত নই। সামান্য একটি মোবাইল ফোনের ব্যবহারের কথায় ভাবুন। আপনি, আমি, আমরা প্রায় সবাই তো এখন এন্ডয়েড মোবাইল ব্যবহার করি। কিন্তু অনেকেই জানি না তার পরিপূর্ণ ব্যবহার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই কিছু না কিছু করে থাকি। ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুজে পেতে কষ্টই হওয়ার কথা। আমাদের আনেকের একাধিক ফেসবুক আইডি আছে সেটাও মিথ্যা নয়। কিন্তু একাধিক আইডি থাকার কারনে সমস্যা তে ও পরতে হয় যে কোন সময়। একটা আইডি লগআইট করে অন্য আইডিতে ঢুকতে হচ্ছে। কিন্তু বর্তমানে একই সাথে ব্যবহার করা সম্ভব দুইটি আইডি।
ডুয়েল অ্যাপ
বর্তমানে ডুয়েল অ্যাপ ব্যবহারের সুযোগ করে দিয়েছে বেশ কিছু হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর মধ্যে আছে স্যামসাং, শাওমি, ভিভো, হুয়াওয়ে, হনর এবং অপো। এখন একই মোবাইলে যে কোন একই অ্যাপ ২ বার ব্যবহার করা যায় । যেমন আপনি coc গেম টা ২টা আইডি তে খেলতে চান কিন্তু এর জন্য আপনার বার বার log out করতে হতো । কিন্তু ডুয়েল অ্যাপের সাহায্যে আপনি coc game টা ক্লোন বানিয়ে নিতে পারবেন। এতে এক সাথে ২ টা আইডি ব্যবহার করতে পারবেন।ফেসবুক, মেসেঞ্জার প্রভৃতি সেবায় সহজে একাধিক একাউন্ট ব্যবহার করতে চাইলে ডুয়াল অ্যাপ ফিচারটি অত্যন্ত উপযোগী । এটি আপনার ফোনে ইনস্টল করা বেশিরভাগ অ্যাপের সেকেন্ড ভার্সন তৈরি করে দিতে পারে। ফলে আপনার ফোনে অন্য কেউ যদি ফেসবুক চালাতে চায়, তাহলে তাকে আপনার ফেসবুক অ্যাপের একটি ক্লোন তৈরি করে দিয়ে সেই ক্লোনে এক্সেস দিতে পারেন। এতে করে আপনার মূল ফেসবুক অ্যাপ থেকে লগআউট না করেই ক্লোনকৃত অ্যাপে অন্যজনকে এক্সেস দিলে সে সেই ডুয়াল ভার্সন ফেসবুক অ্যাপটি ব্যবহার করতে পারবে। ফলে একটি ডিভাইসে দুটি ফেসবুক অ্যাপ চলবে।
মেসেঞ্জার, হোয়াট'স অ্যাপ, ইমো ইত্যাদি চ্যাটিং অ্যাপ গুলোর ডাবল এক্সেসের সাহায্যে আপনি সময়ের অপচয় রোধ করতে পারেন। তাছাড়া যখন তখন লগ ইন, লগ আউট ও আপনার গোপনীয়তা নষ্ট করতে পারে। এতে বেড়ে যেতে পারে আপনার আইডি হ্যাক হওয়ার মত জঘন্যতম ঘটনা। তাই সুযোগ যেহেতু আছে, সেহেতু সুযোগ কাজে লাগাতে দেরি কেন! ডুয়েল ম্যাসেঞ্জার ফাংশন আপনাকে একই অ্যাপ্লিকেশনের জন্য দুটি পৃথক অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দেবে। একবার সক্ষম হয়ে গেলে, আপনার হোম স্ক্রিনে একটি দ্বিতীয় অ্যাপ্লিকেশন আইকন উপস্থিত হবে। সেখান থেকে আপনি দ্বিতীয় অ্যাকাউন্টে বার্তা প্রেরণ এবং গ্রহণ করতে সক্ষম হবেন। এটি বাড়ি বা কাজ যে জন্যই হোক না কেন; আপনি দ্রুত এবং সহজেই দুটি পৃথক অ্যাকাউন্টের জন্য একই অ্যাপ্লিকেশন চালাতে পারেন।
0 Comments
Post a Comment